চট্টগ্রাম নগরের খুলশী থানার রেলগেট এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন জাকির হোসেন (৩১) ও ডালিম শেখ (২৯)। তাঁদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে। অন্যজনের পরিচয় জানা যায়নি।
র্যাব–৪ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান প্রথম আলোকে বলেন, কুমিল্লা থেকে একটি প্রাইভেট কারে মাদকদ্রব্য আসছে বলে খবর পায় র্যাব। র্যাবের টহল দল গাড়িটি থামায়। গাড়ি থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র্যাব সদস্যরাও পাল্টা গুলি করেন। ঘটনাস্থলে তিনজনকে পড়ে থাকতে দেখা যায়। গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা, দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।