সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন গিয়াস উদ্দিন (৩০) ও মো. আলম (৩২)। গত মঙ্গলবার রাতে নগরের শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে এক হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম আসছিলেন গিয়াস ও আলম। এ সময় গিয়াসের গলায় একটি ক্যামেরা ঝোলানো ছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শাহ আমানত সেতু এলাকায় বাসটিতে তল্লাশি চালালে গিয়াস নিজেকে কক্সবাজারের একটি দৈনিকের সাংবাদিক বলে পরিচয় দেন। একপর্যায়ে কক্সবাজারের কলাতলির একটি স্টুডিওতে কাজ করার কথা স্বীকার করেন তিনি। রিকশাচালক আলমকে নিয়ে ইয়াবাগুলো ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেন।