‘অতিরিক্ত গরমে’ গাজীপুরে সাফারি পার্কে সাদা সিংহের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি আফ্রিকান সিংহের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপপ্রধান বন সংরক্ষক ও পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। অতিরিক্ত গরমে প্রাণীটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার বিকেলে আফ্রিকান কোর সাফারিতে একটি সাদা আফ্রিকান সিংহকে মৃত অবস্থায় পাওয়া যায়। সে দিন বিকেলে নির্ধারিত সময়ে খাবার দেওয়া হলে একটি সিংহকে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজ করে দেখা যায়, সেটি মারা গেছে। এর বয়স হয়েছিল ৬ বছর। জন্ম হয়েছিল সাফারি পার্কেই।

মো. জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, মৃত আফ্রিকান সিংহের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত করেন গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক। ময়নাতদন্তে মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তবে অতিরিক্ত গরমে এর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আফ্রিকান সাদা সিংহ
ফাইল ছবি

মো. জাহিদুল কবির আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায় যে প্রাণীটির শরীরে বাইরের কোনো আঘাত নেই। এর ভেতরের অঙ্গ–প্রত্যঙ্গেও কোনো সমস্যা দেখা যায়নি। ময়নাতদন্তকারীরা বলেছেন, সাদা সিংহটি স্থূলকায় ছিল। এখন আদ্রতা বেশি থাকে। এ সময় প্রাণীরা নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম উকিল উদ্দিন প্রথম আলোকে বলেন, সিংহটির শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে। ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ সুনির্দিষ্টভাবে বলা যাবে।