মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষা বিস্তারে এত অর্থ বরাদ্দ দেশের ইতিহাসে অতীতের কোনো সরকার দেয়নি, যেটা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দিয়েছে। শেখ হাসিনা শিক্ষকদের মর্যাদা দিয়েছেন। শিক্ষকেরা জাতি গড়ার কারিগর। তাঁদের পেছনে রেখে একটি জাতি সামনে এগিয়ে যেতে পারে না।
আজ সোমবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, ‘আমরা শিক্ষানির্ভর, আধুনিক ও বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতে চাই। শুধু সার্টিফিকেট–নির্ভর শিক্ষা নয়; বরং শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। যে শিক্ষা একজন ব্যক্তিকে কারিগরিভাবে সক্ষম করে তুলবে, স্বাবলম্বী করে তুলবে, কর্মসংস্থান সৃষ্টি করবে। সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।’
বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। তাঁর নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন বিভাগে ও জেলায় মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। তিনি প্রতি জেলায় সরকারি পর্যায়ে আধুনিক মডেল শিক্ষাপ্রতিষ্ঠান করে দেবেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আবদুল্লাহ সাদীদ, শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফ হোসেন ব্যাপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন হাওলাদার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম রোকনুজ্জামান।
এর আগে মন্ত্রী পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শ্রীরামকাঠী ইউপি-কালীবাড়ি হাট সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের পাশে বক্স কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করেন।