default-image

অনলাইনে চায়ের নিলাম শুরু করতে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। আজ সোমবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে চায়ের সাপ্তাহিক নিলাম কার্যক্রম পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় বাংলাদেশ চা ব্যবসায়ী সমিতিকে এই তাগিদ দেন তিনি।

চা বোর্ডের চেয়ারম্যান বলেন, অনলাইনে নিলাম হলে ক্রেতারা ঘরে বসেই চা কিনতে পারবেন। এতে নিলাম কার্যক্রমও গতিশীল হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে অনলাইনে নিলাম কার্যক্রম বাস্তবায়ন এখন সময়ের দাবি। এতে বাগানমালিকেরাও নিলাম চলার সময় চায়ের দাম জানতে পারবেন।
মতবিনিময় সভায় চা ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান বলেন, চা বোর্ডের নির্দেশনা অনুযায়ী অনলাইনে নিলাম চালুর বিষয়টি এখন প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষ হলে শিগগির অনলাইনে নিলাম আয়োজন করা হবে।

চা বোর্ডের চেয়ারম্যান বলেন, চা-শ্রমিকদের মজুরি বাড়ানোর ফলে চায়ের উৎপাদন খরচও বেড়েছে। তবে নিলামে সেভাবে চায়ের মূল্য বাড়েনি। এতে বাগানমালিকেরা হিমশিম খাচ্ছেন। নিলামে চায়ের দাম যাতে উৎপাদন খরচের নিচে না নামে, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। করোনার কারণে চায়ের ভোগ কমে গেছে, জানিয়ে তা বাড়াতে চায়ের উপকারিতার কথা প্রচারের জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ চা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় চা বোর্ডের সদস্য নাজনীন কাউসার চৌধুরী বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন চা বোর্ডের উপপরিচালক মুহাম্মদ মদহুল কবীর চৌধুরী, বিপণন কর্মকর্তা আহসান হাবীব, ন্যাশনাল ব্রোকার্সের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ইউনিটি ব্রোকারের নির্বাহী পরিচালক সাজ্জাদ হায়াত প্রমুখ।

বর্তমানে চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে চায়ের দুটি নিলাম কেন্দ্রে চা বেচাকেনা হয়। করোনাভাইরাস মহামারি শুরুর পর চায়ের নিলামে শুরুতে ক্রেতাদের উপস্থিতি ছিল কম। এখন আগের চেয়ে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। তবে অনলাইনে নিলাম হলে ক্রেতাদের সাড়া বেশি পাওয়া যাবে বলে মনে করছেন চা বোর্ডের কর্মকর্তারা।

চা বিপণনের নিয়মানুযায়ী, বাগানে উৎপাদিত চা নিলামে তুলে বিক্রি করতে হয়। নিলামে কেনার পর শুল্ক-কর পরিশোধ করে গুদাম থেকে তা খালাস করে নেন ক্রেতারা। এরপরই তা বাজারজাত করার সুযোগ আছে। আবার বাগানমালিকেরা চাইলে নিজেদের উৎপাদিত চায়ের সর্বোচ্চ ২৫ শতাংশ নিজেরা প্যাকেটজাত করতে পারবেন।

মন্তব্য পড়ুন 0