আর্থিক অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, সৈয়দ এনামুল হককে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, সৈয়দ এনামুল হকের বিরুদ্ধে নগরীর কয়েকজন ব্যবসায়ী সিটি করপোরেশন কার্যালয়ে অভিযোগ দেন। এর মধ্যে ১০ নম্বর ওয়ার্ডের ডিসিঘাট–সংলগ্ন একটি রেস্তোরাঁর মালিক মাহমুদ হোসেন আশরাফ করপোরেশনে লিখিত অভিযোগ করেন। অভিযোগে মাহমুদ হোসেন বলেন, তাঁর মালিকানাধীন রেস্তোরাঁর স্যানিটারি লাইসেন্স দেওয়ার জন্য গত চার অর্থবছরের ফি বাবদ সৈয়দ এনামুল হক ১৫ হাজার টাকা নেন। কিন্তু তাঁকে (মাহমুদ হোসেন) মাত্র ৩ হাজার ৪৫০ টাকার রসিদ দেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে তাঁর রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দেন।
নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বেলতলা বাজারের আরব বেকারির মালিক আল আমিন, এনামুল হকের বিরুদ্ধে আরেকটি লিখিত অভিযোগ দেন। এতে তিনি উল্লেখ করেন, এক বছরে স্যানিটারি লাইসেন্স দেওয়ার কথা বলে সৈয়দ এনামুল হক তাঁর কাছ থেকে ৪ দফায় ১২ হাজার টাকা নিলেও লাইসেন্স দেননি। বরং কয়েক দিন আগে তাঁর বেকারিতে গিয়ে আরও দুই হাজার টাকা নেন। আল আমিন তাঁর অভিযোগের সঙ্গে উপযুক্ত প্রমাণও জমা দেন।
অভিযোগের বিষয়ে স্বপন কুমার দাস বলেন, অভিযোগ পাওয়ার পর মেয়রের নির্দেশে একাধিকবার তদন্ত করা হয়। তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় আজ তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সৈয়দ এনামুল হক ২০১৮ সালের ১৬ অক্টোবর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর পদে প্রেষণে কর্মরত। তাঁকে করপোরেশন থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে এনামুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।