হত্যা
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বাউসী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হলেন শিল্পী বেগম (২৬)। অভিযুক্ত তাঁর স্বামীর নাম শওকত আলী।

নিহত শিল্পীর পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ীর বাউসী মধ্যপাড়া গ্রামের শওকত আলীর সঙ্গে গজারিয়া গ্রামের শিল্পী বেগমের পাঁচ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শওকত আলী তাঁর স্ত্রী শিল্পীকে নির্যাতন করে আসছিলেন। গতকাল সন্ধ্যায় ঝগড়ার একপর্যায়ে অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্পীকে পেটাতে থাকেন শওকত। এতে শিল্পী জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। পরে শিল্পী মারা যান।

খবর পেয়ে শিল্পীর বাবার বাড়ির লোকজন শওকতের বাড়িতে এসে দেখেন শিল্পীর লাশ পড়ে আছে। আর শওকত পালিয়ে গেছেন। নিহত শিল্পীর বাবা খলিলুর রহমান মোল্লা অভিযোগ করেন, ‘আমার মেয়েকে শওকত নির্যাতন করে মারছে। শওকত প্রায়ই মেয়েটাকে টেহার জন্য মারধর করত। আমি এর বিচার চাই।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।