অবৈধভাবে ক্যাম্পের বাইরে কাজ করতে যাওয়ায় ২৫২ রোহিঙ্গা আটক

আটক হওয়া রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে কাজ করতে গিয়েছিলেন বলে জানা গেছে
ছবি: প্রথম আলো

অবৈধভাবে ক্যাম্পের বাইরে কাজ করতে যাওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ২৫২ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ বৃহস্পতিবার দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ নাঈমুল হক ও ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএন জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ তল্লাশিচৌকি এলাকা থেকে ১০০ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফের ৭টি রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশপথের তল্লাশিচৌকি থেকে ১৫২ জনকে আটক করা হয়।

এপিবিএন জানায়, কোনো অনুমতি ছাড়া রোহিঙ্গাদের ক্যাম্পের নির্দিষ্ট এলাকার বাইরে যাওয়ার নিয়ম নেই। তবে আটক হওয়া রোহিঙ্গারা কাঁটাতারের বেষ্টনীর বিভিন্ন কাটা অংশ দিয়ে বাইরে গিয়েছিলেন। পরে এপিবিএনের সদস্যরা তল্লাশিচৌকি এলাকা থেকে তাঁদের আটক করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আটক রোহিঙ্গারা শ্রমিক হিসেবে কাজ করার জন্য অবৈধভাবে ক্যাম্পের বাইরে গিয়েছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। অবৈধভাবে ক্যাম্পের বাইরে না যাওয়ার শর্তসাপেক্ষে আটক রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প দলনেতার (মাঝির) জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হক বলেন, আটক রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পের মাঝির মাধ্যমে শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পরবর্তীকালে কোনো রোহিঙ্গাকে এ অপরাধে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।