অস্ত্র মামলায় আড়ানী পৌরসভার মেয়র গ্রেপ্তার
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশের করা অস্ত্র আইনের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পৌরসভার পিয়াদাপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে মুক্তার আলীকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রাজশাহী জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার দুপুরে মুক্তার আলীকে আদালতে হাজির করা হয়। গত বছর মেয়রের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করে। এই মামলায় জামিনে ছিলেন মুক্তার আলী। তবে উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
বাড়ির ভেতরে ঢুকে স্ত্রী-পুত্রসহ এক কলেজশিক্ষককে মারধরের ঘটনায় মুক্তার আলীর বিরুদ্ধে গত বছরের ৬ জুলাই বাঘা থানায় একটি মামলা হয়। এরপর পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়। তখন বাড়ি থেকে প্রায় এক কোটি টাকা, চারটি আগ্নেয়াস্ত্র, মাদকসহ তাঁর স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর দুই দিন পর পাবনার ঈশ্বরদী থেকে মেয়র মুক্তার ও তাঁর শ্যালককে গ্রেপ্তার করা হয়। সেদিনও তাঁর বাড়িতে পুলিশ অভিযান চালায়। টাকা, অস্ত্র ও মাদক উদ্ধারের কথা জানায় পুলিশ। এগুলো উদ্ধারের পর সে সময় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা করে পুলিশ।
মুক্তার আলী শিক্ষকের করা মামলায় কয়েক মাস কারাগারে ছিলেন। গত বছরের ১২ জুলাই স্থানীয় সরকার বিভাগ তাঁকে সাময়িক বরখাস্তও করে। পরে জামিনে কারাগার থেকে বের হয়ে উচ্চ আদালতের মাধ্যমে তিনি মেয়রের দায়িত্ব ফিরে পান।