অ্যাম্বুলেন্স দিয়ে প্রতিশ্রুতি পূরণ করলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় খট্টামাধবপুর ইউনিয়নে অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান কাউসার রহমান

ভোটে জয় লাভ করলে নিজ অর্থায়নে ইউনিয়ন পরিষদে (ইউপি) অ্যাম্বুলেন্স সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কাউছার রহমান। ভোটের জয়ের পর সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। গত রোববার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শপথ গ্রহণ শেষে বিকেলে নতুন একটি অ্যাম্বুলেন্সসহ ইউপি কার্যালয়ে এসে উপস্থিত হন কাউছার রহমান ও তাঁর কর্মী-সমর্থকেরা। এ ঘটনায় খুশি হয়েছেন ইউনিয়নবাসী।

কাউছার রহমান দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। দলীয় মনোনয়ন না পেয়ে দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে ৪ হাজার ৮৪৭ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

স্থানীয় বাসিন্দা মো. রাব্বানী বলেন, ‘কেউ গুরুতর অসুস্থ হলে দৌড়াদৌড়ি শুরু হয়। এলাকার মানুষের অনেক দিনের চাওয়া ছিল অ্যাম্বুলেন্স। ভোটের জনসভায় আমরা দাবি তুলেছিলাম। তিনি ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা পূরণ করেছেন। এতে আমরা আনন্দিত।’

১১ নভেম্বর দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে খট্টা মাধবপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবদুল মালেক মণ্ডলসহ পাঁচজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাউসার রহমান আনারস প্রতীকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন।

কাউসার রহমান বলেন, ছাত্রজীবন থেকে খেলাধুলা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে জড়িত থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। মানুষের জন্য আরও বেশি কাজ করার মানসিকতা নিয়ে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল তাঁকে মনোনয়ন দেয়নি। তবে মানুষের ভালোবাসা নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, ‘ভোটের মাঠে জনগণকে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছি, মেয়াদ শেষ হওয়ার আগে সব কটি পূরণের চেষ্টা অব্যাহত রাখব। অ্যাম্বুলেন্সটি ব্যবহারে উপকারভোগীকে শুধু জ্বালানি বাবদ যে খরচ হয়, তা সরবরাহ করতে হবে।’