নাটোরের নলডাঙ্গা উপজেলায় আগাছানাশক ওষুধ দিয়ে ছয় বিঘা জমির গম, শর্ষে ও মুলা নষ্ট করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত দুই কৃষক এ ঘটনায় শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার পমপাড়া গ্রামের ইমরান হোসেন (৪৬) ও লোকমান হোসেন (৪৮) নলডাঙ্গার সমসখলসি মাঠে চার বিঘা জমিতে শর্ষে, এক বিঘা জমিতে গম ও এক বিঘা জমিতে মুলার আবাদ করেন।
গতকাল বৃহস্পতিবার রাতে কে বা কারা এসব জমিতে আগাছানাশক ওষুধ ছিটিয়ে দেয়। জমির মালিকেরা শুক্রবার সকালে জমিতে গিয়ে দেখেন, ফসলের পাতা লালচে হয়ে পচে যাচ্ছে। আশপাশের কৃষকেরা এসেও নিশ্চিত হন, জমিতে আগাছানাশক ওষুধ দেওয়া হয়েছে। পরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন।
ইমরান হোসেন বলেন, তাঁরা দুই ভাই জনৈক নাসির ডাক্তার ও মোজাহার আলীর কাছ থেকে ৭০ হাজার টাকায় ছয় বিঘা জমি ইজারা নিয়ে গম, শর্ষে ও মুলার আবাদ করেছিলেন। আবাদ করতে তাঁদের ১ লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। কে বা কারা শত্রুতা করে তাঁদের সব ফসল ওষুধ দিয়ে নষ্ট করে দিয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।