আচরণবিধি ভেঙে নৌকায় ভোট চাইলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

নৌকা প্রতীকের সমর্থনে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম। গতকাল সোমবার রাতে সিলেটের গোলাপগঞ্জের চৌধুরীবাজারে
ছবি : সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম। নির্বাচনী আচরণবিধি ভেঙে গতকাল সোমবার রাত আটটায় উপজেলার চৌধুরীবাজারে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান।

উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ২২ নম্বর ধারায় উল্লেখ করা আছে, সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। ওই ধারা অনুযায়ী রেজিস্ট্রার নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা প্রথম আলোকে বলেন, ‘এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’

এ বিষয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী মো. সফিক উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে ইচ্ছুক নই।’

স্থানীয় কয়েকজন ভোটার বলেন, সোমবার রাত আটটায় মো. বদরুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী প্রচারণা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি উপজেলায় উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

তবে কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেননি বলে প্রথম আলোর কাছে দাবি করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম। তিনি বলেন, ‘এটা একটা ঘরোয়া বৈঠক ছিল। এখানে প্রগতিশীল চেতনার কিছু লোকজন জড়ো হয়েছেন। আমাকেও দাওয়াত দেওয়া হয়েছিল। আমি সেখানে গিয়ে সরকারের উন্নয়ন নিয়ে দু-একটা কথা বলেছি।’

আরও পড়ুন

তবে ওই সভায় রেজিস্ট্রারের দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রথম আলোর কাছে এসেছে। এতে দেখা গেছে মো. বদরুল ইসলাম তাঁর বক্তৃতায় আওয়ামী লীগের প্রার্থীর বিভিন্ন গুণাবলি উল্লেখ করে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের এই চৌধুরীবাজার ভোটকেন্দ্রে কখনো কোনো দিন নৌকা হারে নাই। আশা করি, ১৫ তারিখের নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে এই ইউনিয়নের অতীত ইতিহাস-ঐতিহ্যের ধারাবাহিকতা রাখবেন।’

১৫ জুন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মঞ্জুর কাদির সাফি ও স্বতন্ত্র প্রার্থী মো. সফিক উদ্দিন।