আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রাম থেকে হাফিজ উদ্দিন (৩৩) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

আজ সকালে হাফিজ উদ্দিনের বাড়ি থেকে তাঁর স্ত্রী শিরিনা খাতুনের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় শিরিনা খাতুনের ভাই মাসুদুর রহমান বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে হাফিজ উদ্দিনকে আসামি করে বাগমারা থানায় মামলা করেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বছরখানেক আগে বাগমারার হামিরকুৎসা ইউনিয়নের মাঝগ্রামের আবদুল জব্বারের মেয়ে শিরিনা খাতুনের সঙ্গে চেউখালী গ্রামের ভ্যানচালক হাফিজ উদ্দিনের বিয়ে হয়। উভয়ের তৃতীয় বিয়ে এটা। কিছুদিন ধরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে শিরিনা খাতুনের মনোমালিন্য চলছিল। এ নিয়ে পারিবারিকভাবে অশান্তি দেখা দেয়। এর জেরে গত এক মাসে দুই দফা আত্মহত্যার চেষ্টা করেন শিরিনা। আজ সকাল নয়টার দিকে আফাজ উদ্দিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে শিরিনা খাতুন ঘরের ভেতরে বৈদ্যুতিক পাখার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। সকাল ১০টার দিকে প্রতিবেশী এক শিশু বাড়িতে এসে তাঁকে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, দুপুরে মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ একটি মামলা করা হয়েছে। পুলিশ নিজ বাড়ি থেকে গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে। কাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।