আদমদীঘিতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ার আদমদীঘিতে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। ভোজ্যতেল, চাল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আদমদীঘি উপজেলা শহরে এ বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।
আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মহিত তালুকদার জানান, শহরের গোড়গ্রাম দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে রওনা দেন বিএনপির নেতা-কর্মীরা। বাসস্ট্যান্ড মসজিদের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি পণ্ড করে দেয় পুলিশ। এরপর নেতা-কর্মীদের নিয়ে ফটোসেশন করে দলীয় কার্যালয়ে ফিরে যান বিএনপির নেতারা।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন বলেন, বিএনপির নেতা-কর্মীরা হঠাৎ রাস্তা বন্ধ করে মিছিল শুরু করেন। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মিছিল বন্ধ করে দেওয়া হয়েছে।