আমাকে ফুল, ক্রেস্ট ও মানপত্র দেবেন না: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানফুল, ক্রেস্ট ও মানপত্র পছন্দ করেন না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। কোনো অনুষ্ঠানে এগুলো দিয়ে তাঁকে বরণ না করার কথা বলেছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সুধী সমাবেশ তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমাকে ফুল, ক্রেস্ট ও মানপত্র দেবেন না। আমি এসব পছন্দ করি না। এসব দেওয়ার যেন আজ শেষ দিন হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘হাওর ও ভাটি অঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ দরদ রয়েছে। তাই তিনি এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এ অঞ্চলকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে কাজ করছি। এসব উন্নয়নমূলক কাজ দেখে সুনামগঞ্জের একটি মহল নানা অপপ্রচার শুরু করেছে। সুনামগঞ্জের উন্নয়নের বিরুদ্ধে এমন অপপ্রচারে আমি ব্যথিত।’
সুধী সমাবেশের আগে পরিকল্পনামন্ত্রী জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদান বিতরণ করেন। এর আগে পরিকল্পনামন্ত্রী বেলা ১২টায় উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের উদ্বোধন করেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মাণে ২ কোটি ১৩ লাখ ৭৭ হাজার টাকা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভবন নির্মাণে ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। এ ছাড়া কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউট স্থাপনের জন্য প্রকল্প এলাকা পরিদর্শন করেন।