দেশে আরও ৩ ব্যক্তির অমিক্রন শনাক্ত

করোনাভাইরাস
ছবি: রয়টার্স

দেশে নতুন করে আরও তিন ব্যক্তি করোনার অমিক্রন ধরনে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। তাঁরা যশোরের বাসিন্দা। এ নিয়ে দেশে অমিক্রনে ৩৩ জন আক্রান্ত হলেন।

ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আন্তর্জাতিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) থেকে আজ বুধবার এ তথ্য পাওয়া গেছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ওই তিনজনের নমুনা সংগ্রহ করে জিন বিন্যাস (জিনোম সিকোয়েন্স) করে এ–সংক্রান্ত তথ্য জিআইএসএআইডির কাছে পাঠিয়েছে।

জিআইএসএআইডির তথ্য বলছে, যশোরে অমিক্রনে সংক্রমিত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। পুরুষ দুজনের বয়স ৩০ ও ২৫ বছর। নারীর বয়স ৪১ বছর। তবে তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে ১০ জানুয়ারি ৯ জন অমিক্রনে সংক্রমিত হন বলে জানা যায়।

জিআইএসএআইডির হিসাবে, দেশে অমিক্রনে সংক্রমিত ৩৩ জনের মধ্যে রাজধানীর বাসাবোর বাসিন্দা ৪ জন, মহাখালীর ৬ জন ও বাকি ২০ জন ঢাকার বাসিন্দা। তাঁদের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট করে আর কিছু জানা যায়নি। সর্বশেষ আজ নতুন করে যশোরের তিন বাসিন্দা অমিক্রনে সংক্রমিত বলে জানা গেল।

জিআইএসএআইডির তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত অমিক্রনে সংক্রমিত ৩৩ জনের মধ্যে ২১ জনই নারী। বাকি ১২ জন পুরুষ।

গত ৯ ডিসেম্বর দেশে প্রথম অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর জানা যায়। দেশে প্রথম অমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তাঁরা ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।