আ.লীগের প্রার্থী গোলাম হাক্কানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. গোলাম হাক্কানী
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সোমবার প্রতীক বরাদ্দের দিনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান তাঁকে মেয়র নির্বাচিত ঘোষণা করেন।

পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কসবা পৌরসভার নির্বাচন সপ্তম ধাপে আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

৯ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানী ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এ কারণে গতকাল মো. গোলাম হাক্কানীকে লিখিতভাবে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও ব্রা‏হ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো. গোলাম হাক্কানীকে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদের মনোনয়ন দাখিল করেছেন ৩৪ জন। আগামী ২ নভেম্বর সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গোলাম হাক্কানী বর্তমানে কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। ১৯৮২ সালে তিনি সৈয়দাবাদ আদর্শ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত কাউন্সিলরদের ভোটে পরপর দুইবার উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৩ সালে তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

গোলাম হাক্কানী বলেন, কসবা পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য তিনি কাজ করবেন।