গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তানোরের তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের আলুর জমিতে এই প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে। সেসনা-১৫২ মডেলের এই বিমান বাংলাদেশ ফ্লাইং ক্লাবের। আজ সন্ধ্যায় বিমানটির যন্ত্রাংশ খুলে একটি ট্রাকে করে রাজশাহীতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল।

গত ৯ জানুয়ারি রাজশাহী বিমানবন্দরেই ল্যান্ড করার সময় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পড়ে। বিমানটির চাকা ভেঙে পড়ে। তবে কেউ হতাহত হননি। ২০১৫ সালেও এই সংস্থার একটি বিমান রাজশাহীর বিমানবন্দরে আছড়ে পড়ে। বিমানে আগুন লেগে নারী প্রশিক্ষণার্থী সঙ্গে সঙ্গে মারা যান। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুরুতর আহত প্রশিক্ষক।