আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় পুলিশের গাড়িটি। আহত হন গাড়িতে থাকা সব পুলিশ সদস্য ও আসামি
ছবি: প্রথম আলো

পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করে পিকআপ ভ্যানে থানায় ফিরছিল পুলিশের দলটি। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় পুলিশের উপপরিদর্শক (এসআই) সমীরণ চন্দ্র দাসের (৪২)।

আজ শনিবার সকাল ভোর পাঁচটার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। তিনি রাজনগর থানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় পুলিশ, আসামিসহ আরও আটজন আহত হয়েছেন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনগর থানার পরোয়ানাভুক্ত তিন আসামিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের জাদুরকুল সাঁওতালপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পিকআপ ভ্যানে তাঁদের নিয়ে পুলিশের দলটি রাজনগর থানায় ফিরছিল। ময়নার দোকান নামে একটি জায়গার কাছাকাছি এলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে বসা সবাই আহত হন। স্থানীয় লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালে চিকিৎসক এসআই সমীরণ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় অন্য আহত ব্যক্তিরা হলেন রাজনগর থানার এসআই শওকত মাসুদ ভূঁইয়া, সুলেমান আহমদ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুক মিয়া ও আজিজ হোসেন এবং আসামি কান্ত সাঁওতাল, কার্তিক সাঁওতাল ও ময়না ভর। আহত ব্যক্তিদের মধ্যে এসআই শওকত মাসুদ ভূঁইয়া, কনস্টেবল মাসুক মিয়া ও আজিজ হোসেন এবং আসামি কার্তিক সাঁওতালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উত্তরভাগ থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরে থানায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে। গাড়ির সবাই আহত হয়েছেন।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বলেন, পিকআপ ভ্যানটি দুর্ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। একজন এসআই মারা গেছেন, আহত হয়েছে আটজন। আহত ব্যক্তিদের মৌলভীবাজার ও সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়েছে।