ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে মড়হ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৬০ বছর বয়সী অজি উল্লাহ একই গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মণপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের মড়হ বাজার থেকে একটি সড়ক পাকা করার জন্য কয়েক দিন ধরে সড়কের পাশের জমি থেকে মাটি কেটে সড়কে ফেলা হচ্ছে। সোমবার সকাল ৯টার দিকে চেয়ারম্যান মহিউদ্দিন তাঁর লোকজনের উপস্থিতিতে অজি উল্লাহর জমি থেকে মাটি কেটে সড়কে ফেলা হচ্ছিল। এ সময় অজি উল্লাহ সড়কের এক পাশের জমি থেকে মাটি না কেটে দুই পাশের জমি থেকে মাটি কাটতে বলেন। এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়।
অজি উল্লাহর চাচাতো ভাই মজিবুর রহমান বলেন, তাঁর ভাইয়ের বাড়িতে বেলা ১১টার দিকে চেয়ারম্যান ও তাঁর অনুসারীরা হামলা চালান। তখন ঘরের আসবাব ভাঙচুর করা হয়। এ সময় আতঙ্কে অজি উল্লাহ পাশের বাড়ির ঝোপ–জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিলেন। পরে তাঁকে সেখান থেকে বের করিয়ে এনে পিটিয়ে জখম করা হয়। এরপর তাঁকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বেলা দুইটার দিকে মারা যান তিনি।
অভিযোগ প্রসঙ্গে সোমবার রাত সোয়া আটটায় চেয়ারম্যান মহিউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি। গত ৩১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে বিনা ভোটে তিনি চেয়ারম্যান হন।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুল কবির বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।