ইউপি নির্বাচনের আগে কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ককটেল উদ্ধার

গতকাল শনিবার রাতে পৃথক অভিযানে কোম্পানিগঞ্জের মুছাপুর ইউনিয়ন থেকে একটি আগ্নেয়াস্ত্র ও সাতটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে গতকাল শনিবার রাতে পৃথক অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও সাতটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা হয়নি। আগামীকাল সোমবার এ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হবে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী চৌরাস্তাসংলগ্ন রাস্তার পাশের ঝোপের ভেতর থেকে একটি পাইপগান উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। রাত নয়টার দিকে আলাদা অভিযানে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ার সাত্তারের দোকানসংলগ্ন রাস্তার পাশ থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মুছাপুর ইউনিয়ন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও সাতটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পুরো উপজেলায় পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা টহলে রয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলের কারণে হয়তো কোনো অপরাধী চক্র এ দুই স্থানে অস্ত্র ও ককটেল ফেলে রেখে আত্মগোপন করেছে।