ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা, আহত ১০
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) পরাজিত সদস্য প্রার্থীর বাড়িতে হামলায় ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে জিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন (৫০), তাঁর ভাই মাদ্রাসাশিক্ষক আতিকুল ইসলাম (৩৫), মোখলেস জোমাদ্দার (৫২), মেহেরুননেছা (২১), মারিয়া আক্তার (১৩), রিমা (২১) ও মেহেদি হাসান (৩৫)। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আহত বাকি তিনজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন পরাজিত প্রার্থী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘মানসুরাবাদ গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মো. জুয়েল হাওলাদারের নেতৃত্বে তাঁর ৫০-৬০ জন কর্মী-সমর্থক দেশীয় অস্ত্র, রামদা, বগি, লাঠি নিয়ে আমার এবং আমার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে আমি, আমার দুই ভাই, ভাইয়ের স্ত্রী, দুই কন্যাসহ ১০ জন আহত হয়েছি। খবর পেয়ে পুলিশ আসলে হামলাকারীরা পালিয়ে যায়।’
অভিযোগে বিষয়ে মো. জুয়েল হাওলাদার বলেন, ‘পরাজিত প্রার্থীর লোকজন মঙ্গলবার সকালে আমার এক সমর্থককে মারধর করে। খবর পেয়ে আমার কিছু কর্মী-সমর্থক ওই বাড়িতে ছুটে যায়। তাদের সঙ্গে কিছুটা হাতাহাতির ঘটনা ঘটেছে। সেই খবর পেয়ে আমিও সেখানে ছুটে গিয়েছি, তবে বড় কোনো ঘটনা ঘটেনি। পুলিশ আমার একজন সমর্থককে ধরে নিয়ে গেছে।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মির্জাগঞ্জ ইউনিয়নে মানসুরাবাদ গ্রামে বিজয়ী ও পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাননি।