ঈদে ঘুরতে বের হয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

বজ্রপাত
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঈদে ঘুরতে বের হয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অপর দুই শিশু। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচরের পূর্ব নবীনগর গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম মোহাম্মদ জিহাদ উদ্দিন (৯)। সে পূর্ব নবীনগর গ্রামের শাহেদ উদ্দিনের ছেলে। গুরুতর আহত শিশু সাথী আক্তারকে (১০) নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর শিশুর নাম জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন, মঙ্গলবার সকালে ঈদ উপলক্ষে জিহাদ উদ্দিনসহ তিন শিশু ঘুরতে বের হয়। বেলা ১১টার দিকে জিহাদ তার চাচার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে জিহাদ ঘটনাস্থলে মারা যায়। আহত হয় অপর দুই শিশু। শিশু সাথী আক্তারকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর শিশুকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তার নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, বজ্রপাতে শিশু নিহত হওয়ার ঘটনাটি থানায় কেউ জানাননি। তাঁরা এ বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন।