default-image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বদরুল ইসলাম ওরফে বাবুল (৫২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির বাবা থানায় মামলা করার পর আজ সোমবার বিকেলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে তাঁর কক্ষে ডেকে নেন। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দিতে থাকে। পরে তার সহপাঠীরা সেই কক্ষের দিকে ছুটে গেলে বিপর্যস্ত শিশুটি রক্ষা পায়। পরে ওই শিক্ষকসহ মাদ্রাসার সংশ্লিষ্টরা নানা গল্প ফেঁদে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান মুঠোফোনে জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি শিশুটির জবানবন্দি গ্রহণের জন্যও আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন