ঈশ্বরগঞ্জে সহকারী ভূমি কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজলোর উচাখিলা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ন, দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উচাখিলা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
এলাকাবাসী ও মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েক ব্যক্তি বলেন, জমির বায়া দলিল, ক্রয়ের দলিল ও বিআরএস খতিয়ানসহ নানা ধরনের কাগজপত্রসহ নাম খারিজের আবেদন করা হলেও সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুরকে তাঁর চাহিদামতো টাকা দিতে হয়। টাকা না দিলে আবেদন ত্রুটিপূর্ণ উল্লেখ করে বাতিল করে দেওয়া হয়। তাই খারিজের আবেদনকারীরা ভোগান্তির শিকার হয়ে দালালের শরণাপন্ন হন। এ ছাড়া জমির খাজনা পরিশোধ করতে গেলে ভূমি কর্মকর্তা নির্ধারিত অঙ্কের চেয়ে কয়েক গুণ বাড়তি টাকা দাবি করেন। খাজনার রসিদ প্রদানের সময় সরকার নির্ধারিত টাকা উল্লেখ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়।
একটি সূত্র জানায়, দাবি করা টাকা না পেয়ে সম্প্রতি একটি নাম খারিজের আবেদন বাতিল করা হয়। পরে আবেদনকারীর পক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ করা হয়। গত বৃহস্পতিবার ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়া অভিযোগের বিষয়ে অনুসন্ধান করার জন্য উপজেলার উচাখিলা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. মিজানুর রহমানের কার্যালয়ে যান।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সহকারী পরিচালক বুলু মিয়া প্রথম আলোর কাছে অনুসন্ধান চালানোর সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, অনুসন্ধান চলছে। এই কাজ শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য তিনি উপপরিচালকের কাছে প্রতিবেদন দেবেন।
আবেদনটি বাতিল করার কারণ জানতে চাইলে মিজানুর রহমান বলেন, আবেদনের সঙ্গে জমা দেওয়া দলিলপত্রে যে দাগ খতিয়ান উল্লেখ করা হয়েছে, সেই দাগ খতিয়ানে জমির পরিমাণের হেরফের রয়েছে। কাগজপত্র সঠিক না থাকলে খারিজের আবেদন স্বাভাবিকভাবে বাতিল হবে। নির্ধারিত খাজনার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেন তিনি। এ ছাড়া তিনি বিগত সময়ে উচাখিলা বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াসহ সরকারি গাছ কর্তনকারীদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন। এতে তিনি একটি মহলের বিরাগভাজন হয়েছেন। এখন তাঁরা তাঁকে ঘায়েল করতে চাইছেন বলে দাবি করেন মিজানুর।