ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত

পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ভ্যানের চালক ও আরেক যাত্রী। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি গ্রামে ঈশ্বরদী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সরাইকান্দি গ্রামের সেলিম সরদার (৬২) ও জগন্নাথপুর গ্রামের আমিন প্রামাণিক (৩০)।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, বেলা ১১টার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যান তিন যাত্রী নিয়ে দাশুড়িয়া থেকে মুলাডুলি বাজারের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে নাটোর থেকে দাশুড়িয়ামুখী দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানের দুই যাত্রী নিহত হন। এ ছাড়া চালক ও আরেক যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. শফিকুল ইসলাম দুপুরে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে ঘটনার পরই কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহযোগী ভ্যানটি ফেলে পালিয়ে গেছেন। কাভার্ড ভ্যানটি এখন পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।