উখিয়ার ক্যাম্প থেকে ৬ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযান চালিয়ে ছয় রোহিঙ্গা পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল রোববার রাতে উখিয়ার কুতুপালং ও লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার মধুরছড়া ক্যাম্প-৩–এর মৃত মোহাম্মদ কাসিমের ছেলে মো. রফিক (২০), মৃত আবদুস সাত্তারের ছেলে মোহাম্মদ নুর আহাম্মদ (২৫), মো. উলা মিয়ার ছেলে মো. পেটান উদ্দিন (৩৩), নৌকার মাঠ ক্যাম্পের মো. ইসলামের ছেলে মোহাম্মদ রফিক (৩০), লাম্বাশিয়া ক্যাম্পে-১–এর ইস্টের আবদুল হাকিমের ছেলে আনোয়ার ইসলাম (৩০) ও খায়রুল বশরের ছেলে মোক্তার হোসেন (২০)।
পুলিশ সুপার নাইমুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মামলার পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাঁদেরকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা পর থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্রসহ এখন পর্যন্ত ৬৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, গ্রেপ্তার রোহিঙ্গা আসামিদের কক্সবাজার আদালতে পাঠানো হচ্ছে।