উখিয়ায় অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় অস্ত্র, গুলিসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল সোমবার বিকেলে উখিয়ার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের সৈয়দ নুরের ছেলে জোবায়ের মোহাম্মদ (২২), একই ক্যাম্পের মৃত আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ আয়াছ (২২) ও ক্যাম্প ২/ইস্টের আমিন উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (২৫)। এপিবিএনের দাবি, গ্রেপ্তার তিনজন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এপিবিএন জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা জানতে পারে, মধুরছড়া ক্যাম্পে কয়েকজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের তল্লাশি করে ট্রিগার ও ফায়ারিং পিনযুক্ত দেশি একটি সচল এলজি ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার নাঈমুল হক বলেন, গ্রেপ্তার তিনজন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের উখিয়া থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, গ্রেপ্তার তিনজনকে আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হবে।