উখিয়ায় বিজিবির ওপর হামলা, ইয়াবাসহ ছিনিয়ে নেওয়া হলো আটক ব্যক্তিকে

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের উখিয়ার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের পাঁচ সদস্যের ওপর হামলা চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ও হাতকড়াসহ আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম মোহাম্মদ বখতিয়ার (৪২)। তিনি উখিয়ার পালংখালী পূর্ব ফাঁড়িরবিলের মৃত নুর মোহাম্মদের ছেলে।

বিজিবির দাবি, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পালংখালীতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালানসহ মোহাম্মদ বখতিয়ারকে আটক করে বিজিবির টহল দল। তিনি একজন মাদক কারবারী। এরপর বখতিয়ারকে হাতকড়া পরিয়ে সীমান্ত ফাঁড়িতে নেওয়ার সময় উখিয়ার বালুখালীর পূর্ব ফাঁড়িরবিল এলাকায় তাঁর লোকজন হামলা চালান। এ সময় ইয়াবা, হাতকড়াসহ আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া হয়। এ হামলায় বিজিবির পাঁচ সদস্য আহত হয়েছেন।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, নারী ও শিশুদের ব্যবহার করে ইট, পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির টহল দলের ওপর হামলা চালানো হয়। হামলাকারী নারীরা বিজিবি সদস্যদের হাত ও শরীরে কামড় বসিয়ে ক্ষতবিক্ষত করেন। সামনে নারী ও শিশুরা থাকায় বিজিবি সদস্যরা কোনো ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকেন। একপর্যায়ে আটক বখতিয়ারকে হাতকড়া, ইয়াবাসহ ছিনিয়ে ‍নিয়ে যান হামলাকারীরা।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হোসাইন কবির বৃহস্পতিবার বিকেলে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আহত বিজিবির সদস্যদের কক্সবাজার সদর ব্যাটালিয়নে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। সার্বিক অবস্থা বিবেচনা করে তাঁদের নাম প্রকাশ করা হচ্ছে না।

মেহেদি হোসাইন কবির আরও বলেন, আহত বিজিবির সদস্যদের কারও মাথা ফেটেছে, কারও হাত কামড়ে ক্ষতবিক্ষত করা হয়েছে, কারও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তবে তাঁরা সবাই আশঙ্কামুক্ত। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।