উখিয়া সীমান্তে চোরাকারবারি-বিজিবির পাল্টাপাল্টি গুলি, এক লাখ ইয়াবা উদ্ধার
মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে নিয়ে আসার সময় কক্সবাজারের উখিয়া সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা।
আজ সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে উখিয়ার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটেছে। উখিয়া সীমান্তে দায়িত্বে থাকা কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেদি হোসাইন বলেন, আজ সোমবার ভোর সাড়ে পাঁচটায় ইয়াবা পাচারকারীরা সীমান্ত এলাকা থেকে পায়ে হেঁটে বাংলাদেশে আসছিল। এ সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। সশস্ত্র চোরাকারবারিরা টহল দলের উপস্থিতি টের পেয়ে বিজিবি সদস্যদের ওপর গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালান।
মেহেদি হোসাইন আরও বলেন, একপর্যায়ে চোরাকারবারিরা পাহাড়ি গহিন জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালালে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভেতরে তিন কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবা পাওয়া যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।