কারাগারে থাকা বাসচালক আবদুর রহিমের জামিনের দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান বাস টার্মিনাল এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ২৭ মার্চ থেকে এই দুই বিভাগে ধর্মঘটের ডাক দিয়েছিলেন তিনি।
গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ১৮ জনের ১৭ জনই পুড়ে মারা যান। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হন বাসচালক আবদুর রহিম। কয়েক দফা তাঁর জামিন আবেদন করা হয়। সবশেষ বৃহস্পতিবার আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই দুই বিভাগের পরিবহন নেতারা বৈঠক করে ধর্মঘটের সিদ্ধান্ত নেন।
সংবাদ সম্মেলনে মাহতাব হোসেন চৌধুরী বলেন, পরিবহন ধর্মঘট ঘোষণার পর বিষয়টি রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নজরে আসে। ওই চালকের জামিনের ব্যাপারে তাঁর দেওয়া আশ্বাসে ও বিশেষ অনুরোধে ঘোষিত পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
মাহতাব হোসেন চৌধুরী আরও বলেন, প্রশাসনের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে মহাসড়ক দিয়ে বাঁশ নিয়ে যাওয়া ভ্যান ও মাইক্রোবাসের বেপরোয়া গতির কারণে কাটাখালীর ওই দুর্ঘটনা ঘটে। এরপরও এক বছর ধরে চালককে কারাগারে রাখা হয়েছে। ওই চালকের জামিনের দাবিতে ১৫ মার্চ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরদিন জেলা প্রশাসক আবদুল জলিলের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়। কিন্তু চালকের জামিন হয়নি। এখন তাঁরা ২৯ মার্চের দিকে তাকিয়ে আছেন। ওই দিন জামিন না হলে আবার ধর্মঘটের ডাক দেওয়া হবে।