উত্ত্যক্তে বাঁধা দেওয়ায় কুষ্টিয়ায় দিদারুল ইসলাম নামে এক স্কুলছাত্রকে দোকানে ডেকে এনে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার রাজধানীতে সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আসামিকে গ্রেপ্তারের কথা জানানো হয়। সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেপ্তার মো. আলী ওরফে বাবু বিশ্বাসের ছোট ভাই মামুনুর রশিদ (১৮) কোমরকান্দি বাজারে মোটরসাইকেল মেরামতের কাজ করেন। মামুনুরের বিরুদ্ধে স্কুল পড়ুয়া ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।
তাঁর এসব কর্মকাণ্ডে বাঁধা দেয় খোরশেদপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল ট্রেনিং স্কুলের দশম শ্রেণির ছাত্র দিদারুল ইসলাম (১৬)। এলাকার লোকজন নিয়ে দিদারুল এই অন্যায়ের প্রতিবাদ করে আসছিল। এসব বিষয় নিয়ে বাবু বিশ্বাস ও মামুনুর রশিদদের সঙ্গে দিদারুলের শত্রুতা ছিল।
মুক্তা ধর বলেন, সেই শত্রুতার জেরে গত ২৬ জানুয়ারি রাতে বাবু বিশ্বাস নিজের মালিকানাধীন ‘বাবু ফার্নিচার’ নামের দোকানে ডেকে এনে হত্যা করে দিদারুল ইসলামকে।