উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সখীপুরে প্রথম দিনে অনুপস্থিত ১০০

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস কোর্স) ২০১৮ ও ২০১৯ ব্যাচের পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সখীপুর আবাসিক মহিলা কলেজ টিউটোরিয়াল কেন্দ্রে সকালে প্রথম সেমিস্টারের বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৮২ জন ও বিকেলে চতুর্থ সেমিস্টারের ইসলামি শিক্ষা পরীক্ষায় ১৮ জন অনুপস্থিত ছিলেন।

ওই টিউটোরিয়াল কেন্দ্রের সমন্বয়কারী আহাম্মদ আলী মিয়া প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গত ১৫ বছরে এবারই প্রথম এই কেন্দ্রে সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিতির ঘটনা ঘটল। করোনার অতিমারির কারণে দেড় বছর পর সারা দেশে একযোগে ডিগ্রি (পাস) কোর্সের পরীক্ষা শুরু হয়েছে।

আহাম্মদ আলী মিয়া জানান, ২০১৯ ব্যাচে ২২৫ শিক্ষার্থী ভর্তি হয়ে প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য নিবন্ধন করেন। এ ছাড়া ২০১৮ ব্যাচের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীর সংখ্যা ১০৫ হলেও এর মধ্যে ১৮ জন অনুপস্থিত। পরীক্ষার্থীরা যথাসময়ে প্রবেশপত্র সংগ্রহ করলেও অজ্ঞাত কারণে তাঁরা উপস্থিত হননি।

আলেয়া আক্তার নামের এক শিক্ষার্থী প্রবেশপত্র নিয়েও পরীক্ষায় অংশ নেননি। কারণ জানতে ওই শিক্ষার্থীর মুঠোফোনে কল করলে তিনি বলেন, ‘করোনা শুরু হওয়ার ছয় মাস আগে ভর্তি হই। এরপর দেড় বছর পার হলো। বই-ই কেনা হয়নি। প্রস্তুতি না থাকায় পরীক্ষা দেওয়া হয়নি। আগামী বছর প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেব।’

সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, যাঁরা কর্মজীবী, ঝরে পড়া বা কোনো কারণে সময়মতো পড়তে পারেননি; তাঁরাই সাধারণত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দেড় বছর করোনাকাল থাকায় অনেকেই ভর্তি হলেও নানা কারণে তাঁরা পরীক্ষায় অনুপস্থিত রয়েছেন।