default-image

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে আজ বৃহস্পতিবার দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ফাহিমা।

উলিপুরের থেতরাই ইউনিয়নে গোড়াইপিয়ার গ্রামে বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ফাহিমা ওই গ্রামের ওমর ফারুকের মেয়ে।

ফাহিমার স্বজনদের বরাত দিয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, বেলা আড়াইটার দিকে বাড়ির পেছনে খেলতে গিয়ে ফাহিমা ডোবার পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেন শিশুটির স্বজনেরা।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0