default-image

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এই আসনের সাংসদ নির্বাচিত হয়েছেন।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, তানভীর ইমাম কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার সকালে তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। বর্তমানে শারীরিকভাবে তিনি অনেকটাই সুস্থ অবস্থায় ঢাকার ধানমন্ডি-৫ নম্বর সড়কে তাঁর নিজ বাসায় আইসোলেশনে আছেন। গোলাম মোস্তফা জানান, তানভীর ইমাম রোগমুক্তির জন্য উল্লাপাড়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন