উল্লাপাড়ায় আগুনে পুড়ে মারা গেল চারটি গরু

আগুন
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন লেগে চারটি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের ওসমান গণির বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান গণি সৌদিপ্রবাসী। তাঁর স্ত্রী খাদিজা খাতুন বাড়িতে উন্নত জাতের তিনটি গাভি ও একটি ষাঁড় পালন করে আসছিলেন। বৃহস্পতিবার ভোরে হঠাৎ গোয়ালঘরে আগুন লেগে যায়। সেই আগুনে চারটি গরু পুড়ে মারা গেছে। আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে আসবাবপত্রও পুড়ে গেছে। পরে স্থানীয় ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাহারুল হক বলেন, আগুনে পাঁচ লাখ টাকা মূল্যের চারটি গরু পুড়ে মারা গেছে। আসবাবপত্রও পুড়ে ছাই হয়েছে। সব মিলিয়ে পরিবারটির ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার সরোয়ার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত রওনা হলেও সড়কের অবস্থা খারাপ থাকায় তাঁরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে স্থানীয় ব্যক্তিরা আগুন নিভিয়েছেন।