ঋণখেলাপি প্রমাণিত হওয়ায় চট্টগ্রামের সাতকানিয়ার একটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কার্যালয়ে ঋণখেলাপিবিষয়ক শুনানি শেষে এ মনোনয়ন বাতিল করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী হলেন উপজেলার আমিলাইষ ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী সরওয়ার উদ্দিন চৌধুরী। তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৬টি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সপ্তম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরওয়ার উদ্দিন চৌধুরীকে সাতকানিয়ার আমিলাইষ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে (নৌকা প্রতীকে) মনোনয়ন দেওয়া হয়। গত শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সরওয়ার উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ওই ইউনিয়নের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এইচ এম হানিফ গত সোমবার আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল চেয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল প্রথম আলোকে বলেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের ভিত্তিতে দুই পক্ষের উপস্থিতিতে জেলা নির্বাচন কার্যালয়ে গতকাল বুধবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত শুনানি হয়। শুনানি শেষে ঋণখেলাপির বিষয়টি প্রমাণিত হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী সরওয়ার উদ্দিন চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিলের বিষয়টি স্বীকার করে সরওয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঋণের টাকা শোধ করতে চেয়েছিলাম। ব্যাংক অতিরিক্ত টাকা দাবি করায় আদালতে মামলা করেছি। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আগামী রোববার অথবা সোমবার উচ্চ আদালতে রিট করব।’