default-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা জাহাঙ্গীরনগর, মানিকগঞ্জ’-এর সদস্যরা মানববন্ধনের আয়োজন করেন।

সংগঠনটির আহ্বায়ক এস এম আসলাম রেজার সভাপতিত্বে বক্তৃতা করেন সদস্যসচিব মুজিবুর রহমান, সদস্য আজহারুল ইসলাম, গিরীন্দ্র কুমার রায়, জাফর ইকবাল ও মাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আসলাম রেজা বলেন, এই হত্যাকাণ্ড অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তাঁরা একের পর এক কর্মসূচি চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0