চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বলেন, এক মাসে হাসপাতালে সাতজন ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী মারা গেছেন। আরও কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জুন মাসে মোট ৪৩ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হন। বর্তমানে চমেকসহ বিভিন্ন হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি আছেন। সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে লোহাগড়া উপজেলার ছয়জন রয়েছেন। বাকিরা পার্বত্য জেলা ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সর্বশেষ রোগী মারা যান গত ২৮ জুন। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা একজনের অবস্থা আশঙ্কাজনক।