করোনায় মৃত্যু
ফাইল ছবি

টাঙ্গাইলে দীর্ঘ এক মাস পর গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। গতকাল রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত বা এ রোগের উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এই সময়ে জেলায় করোনা শনাক্তের হারও ছিল ১০ শতাংশের নিচে। জেলা স্বাস্থ্য বিভাগের করোনাভাইরাস–সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এর আগে করোনায় মৃত্যু শূন্য ছিল গত ২২ জুলাই। তার আগে মৃত্যুশূন্য দিন ছিল ১ জুলাই। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৫১ জন মৃত্যুবরণ করেছেন। জেলায় প্রথম কারও করোনা শনাক্ত হয় গত বছরের ৮ এপ্রিল। করোনায় আক্রান্ত হয়ে প্রথম কারও মৃত্যু হয় ওই বছরের ২০ এপ্রিল।

জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১২৬। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯০ জন।

জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৭ শতাংশ। শনাক্ত ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় রয়েছেন ১৯ জন, দেলদুয়ারে ১১, কালিহাতীতে ৬, ধনবাড়ীতে ৫, নাগরপুরে ৪, মির্জাপুরে ২ ও মধুপুরে ১ জন রয়েছেন। চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর আজ শনাক্তের হার ছিল সবচেয়ে কম। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১২৬। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯০ জন।

গত এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। জুন মাস থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। জুলাই মাসে সর্বাধিক ৬ হাজার ৩০ জন শনাক্ত হন এবং ১০৫ জন মৃত্যুবরণ করেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমছে। সেই সঙ্গে হাসপাতালে রোগীর চাপও কমছে। সংক্রমণ রোধে সবাইকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।