‘ওসমান পরিবারের কোনো রাজনীতি বা আদর্শ নেই’

নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে শনিবার সন্ধ্যায় মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়
ছবি: প্রথম আলো

ওসমান পরিবারের কোনো রাজনীতি বা আদর্শ নেই। তারা নিজেদের পরিবারের স্বার্থকেই আদর্শ মনে করে। নিজেদের স্বার্থে তারা জামায়াত, বিএনপি, হেফাজত এমনকি বঙ্গবন্ধুর খুনিদেরও বন্ধু বানায়। তারা নির্বাচনে যাদের সমর্থন দেয়, জনগণ তাদের প্রত্যাখ্যান করে, ভোট দেয় না। তাদের জিততে হলে জালিয়াতির মাধ্যমে কেন্দ্র দখল করে জিততে হয়।

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১০৬ মাস উপলক্ষে শনিবার সন্ধ্যায় নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালন কর্মসূচিতে এসব কথা বলেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। ওই আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, যুগ্ম আহ্বায়ক দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, খেলাঘরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, প্রদীপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মনি সুপান্থ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যার ৯ বছর হতে চলল, অথচ সরকার অঘোষিত এক ইনডেমনিটির মাধ্যমে এর বিচার বন্ধ করে রেখেছে। র‍্যাবের তৈরি করে রাখা অভিযোগপত্র আটকে রাখা হয়েছে। র‍্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবার তাদের টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। ওই ঘাতকেরা এখন বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। দেশে বিচারহীনতার এটি একটি নগ্ন উদাহরণ। ত্বকী হত্যার আগে এই ওসমান পরিবার বহু হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু ত্বকী হত্যার পর সারা দেশের মানুষ জেনেছে এটি একটি খুনি পরিবার।

মাহবুবুর রহমান বলেন, ত্বকীর ঘাতক ওসমান পরিবার এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা নারায়ণগঞ্জকে অশান্ত করতে চায়। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি শুধু ওই পরিবারের প্রধানমন্ত্রী নন, ষোলো কোটি মানুষের প্রধানমন্ত্রী, আপনি নারায়ণগঞ্জের মানুষের পাশে দাঁড়ান, নারায়ণগঞ্জের সব হত্যার বিচার করুন।
হালিম আজাদ বলেন, আট বছর আগে ত্বকী হত্যার তদন্ত শেষ হয়ে অভিযোগপত্র তৈরি করে রাখার পরও তা আদালতে পেশ করা হয়নি। প্রধানমন্ত্রীর অনিচ্ছার কারণে এ হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছে। ঘাতকেরা চিহ্নিত হওয়ার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন তাদের নিরাপত্তা দিচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনাকে ত্বকী হত্যার বিচার করতে হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এরপর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।