default-image

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলমের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। তিনি গত ৯ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নেন।

সাংসদ জাফর আলমের ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী বলেন, সংসদের অধিবেশনে যোগ দিতে হলে কোভিড-১৯ প্রতিবেদন জমা দিতে হয়। তিনি করোনার পরীক্ষার জন্য নমুনা দেন গত বৃহস্পতিবার। গতকাল সাংসদের করোনা পজিটিভ ফল পাওয়া যায়। সাংসদ শারীরিকভাবে সুস্থ আছেন। তাঁর মধ্যে কোনো ধরনের উপসর্গ নেই। সাংসদ জাফর আলম তাঁর চকরিয়ার বাসায় হোম আইসোলেশনে থাকবেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদুল হক বলেন, সাংসদ জাফর আলমের মধ্যে কোনো উপসর্গ নেই।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান নাজির বলেন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল কক্সবাজার ও বান্দরবানের ৪৬৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের পজিটিভ আর ৪৪৬ জনের নেগেটিভ প্রতিবেদন আসে। ২১ জনের একজন বান্দরবান জেলার। আর বাকি ২০ জন কক্সবাজারের।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন