হোটেলের নিবন্ধন খাতায় পালিয়ে যাওয়া দুই যুবকের ঠিকানা উল্লেখ আছে। সেখানে বলা আছে, একজন ঢাকার খিলগাঁও থানার মালিবাগ এলাকার বাসিন্দা আবদুস সালামের ছেলে মো. বাবু এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. নজরুল ইসলাম।

সুরতহাল প্রতিবেদন তৈরি করা কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, গলায় তার পেঁচিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। গলায় তার প্যাঁচানোর দাগ আছে। হত্যার পর মালেকের মরদেহ খাটের নিচে লুকিয়ে রেখে পালিয়ে গেছেন অন্যরা। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত আবদুল মালেকের বড় ভাই আবদুল খালেক বলেন, কাজের কথা বলে আবদুল মালেকের মাঝেমধ্যে বাইরে থাকার অভ্যাস আছে। এ কারণে রাতে বাড়ি না ফিরলে তেমন খোঁজখবর রাখা হয় না। বিকেলে কটেজ থেকে ফোন দিয়ে ভাইয়ের মৃত্যুর খবর জানালে তিনি ঘটনাস্থলে যান। তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁর ছোট ভাইকে হত্যা করা হয়েছে। নিহত আবদুল মালেক ক্ষুদ্র মাছ ব্যবসায়ী ছিলেন।