মেহেরপুরে নির্বাচনী দ্বন্দ্বের জেরে ৪০০ কলাগাছে কোপ
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও সাবেক সদস্য শরিফুল ইসলামের এক বিঘা জমির ৪০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এই প্রার্থীর অভিযোগ, নির্বাচনী দ্বন্দ্বের জেরে কলাগাছ কাটা হয়েছে।
গতকাল সোমবার রাতে ইউনিয়নের বুড়িপোতা গ্রামে এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম ইউপির ৩ নম্বর ওয়ার্ডে তিন দফায় সদস্য নির্বাচিত হন। বুড়িপোতা গ্রামের পাশে নাপাকাটা মাঠে এক বিঘা জমিতে কলার চাষ করেছিলেন। খেতের ৪০০ কলাগাছে কাঁধি এসেছিল।
শরিফুলের অভিযোগ, গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কলাগাছগুলো কেটে ফেলে। এতে আড়াই থেকে তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে তিনি ৯৯৯ ভোট পান। তাঁর প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম টিউবওয়েল প্রতীকে ১ হাজার ৭১২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। এর পর থেকেই জাহাঙ্গীর তাঁকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন। নির্বাচনী দ্বন্দ্বের জেরেই কলাগাছ কেটে ফেলেছেন জাহাঙ্গীরের লোকজন।
অভিযোগের বিষয়ে নির্বাচিত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, পরাজিত প্রার্থীর কলাগাছ কাটার অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। এতে তাঁর কোনো লোক জড়িত নয়।
বুড়িপোতা ইউপির চেয়ারম্যান শাহ জামাল বলেন, প্রতিহিংসা করে যদি কারও ওপরে জুলুম চালানোর প্রমাণ পাওয়া যায়, তবে তাঁর বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। ইউপি কার্যালয়েও বিচার ও সালিস বসানো হবে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।