কক্সবাজারে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে লবণবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের মেধাকচ্চপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন বাসচালক মাদারীপুরের বাসিন্দা বজলুল হক (৪০), চালকের সহযোগী ঢাকার ধামরাইয়ের মো. আলাল (২৮) ও কক্সবাজারের মহেশখালীর ছাইরারবিল গ্রামের মো.খালেক (৩৫)। এ ঘটনায় ওই বাসের অন্তত ১২ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে বাসটি মেধাকচ্চপিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী লবণবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি বলেন, ওই বাসে বনভোজনে আসা কয়েকজন যাত্রী ছিলেন। আহত ১২ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।