কক্সবাজার মেরিন ড্রাইভে ১০০ তরুণের পদযাত্রা
‘পড়াশোনা হোক আনন্দময়’ স্লোগান সামনে রেখে উদ্যমী ১০০ তরুণকে নিয়ে কক্সবাজার মেরিন ড্রাইভ টু টেকনাফ পদযাত্রা কর্মসূচি শুরু হচ্ছে। সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করেছে। আগামী রোববার থেকে পাঁচ দিনের এ পদযাত্রা শুরু হবে।
ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২১ সালে দেশের দুই হাজারের বেশি তরুণ-তরুণীকে দক্ষ করে গড়ে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন। ওয়েব, গ্রাফিকস ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, থ্রিডি অ্যানিমেশন, ভিডিও এডিটিং, ইংলিশ ফর ফ্রিল্যান্সিংসহ নানা বিষয়ে অনলাইনে এ প্রশিক্ষণ দেওয়া হয়। ফাউন্ডেশনের কার্যক্রম দেশের তরুণসমাজের কাছে তুলে ধরতে এ পদযাত্রার আয়োজন করেছে।
পদযাত্রাটি কক্সবাজার মেরিন ড্রাইভ পয়েন্ট থেকে টেকনাফ উপজেলা পরিষদ কার্যালয় পর্যন্ত যাবে। ৮০ কিলোমিটারের পাঁচ দিনব্যাপী পদযাত্রায় ১০০ জন অংশ নেবে। গান–কবিতা–গল্প–আড্ডার তালে তালে দলটি প্রতিদিন ২০ কিলোমিটার হাঁটবে। প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু হয়ে রাত আটটা মোট পাঁচ ঘণ্টা চলবে পদযাত্রা। এর মধ্যে খাওয়া, সমুদ্রস্নান শেষে স্কুল বা কলেজমাঠে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
তথ্য ও প্রযুক্তি খাতে তরুণদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা সংগঠনটির উদ্দেশ্য বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে দেশের জন্য অবদান রাখতে আগ্রহ জাগিয়ে তোলা। ৩০ ডিসেম্বর পদযাত্রা শেষ হবে।