কপোতাক্ষ নদে অভিযানের খবরে সরঞ্জাম ফেলে পালালেন অবৈধ বালু উত্তোলনকারীরা

যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সরঞ্জাম ফেলে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। আজ বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পেটভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে
ছবি: প্রথম আলো

যশোরের চৌগাছা উপজেলার কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সরঞ্জাম ফেলে পালিয়ে যান বালু উত্তোলনকারীরা। সোমবার বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পেটভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কপোতাক্ষ নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপসহ ছয়টি ডিজেলচালিত শ্যালো মেশিন, ট্রাক্টর দিয়ে তৈরি বালু বহনের একটি ট্রাক জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, এমন খবর পেয়ে ৯ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে দুটি ডিজেলচালিত শ্যালো মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন। এ ঘটনায় হাকিমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে চৌগাছা থানায় নিয়মিত মামলা করেন। এরপরও বালু উত্তোলন বন্ধ হয়নি। ভ্রাম্যমাণ আদালত নদের এক জায়গায় বালু উত্তোলন বন্ধ করলে উত্তোলনকারীরা অন্য জায়গায় বালু তোলা শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার আবার অভিযান চালানো হয়।

সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পেটভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কপোতাক্ষ নদে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে নদ থেকে বালু উত্তোলরকারীরা ডিজেলচালিত শ্যালো মেশিন ও বালু বহনের ট্রাক ফেলে পালিয়ে যান। এরপর ভ্রাম্যমাণ আদালত সেখান থেকে ছয়টি ডিজেলচালিত শ্যালো মেশিন ও একটি ট্রাক জব্দ করেন।

ইউএনও ইরুফা সুলতানা প্রথম আলোকে বলেন, অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপসহ ছয়টি ডিজেলচালিত শ্যালো মেশিন, বালু বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর দিয়ে তৈরি একটি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দ করা শ্যালো মেশিনগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবারের মধ্যে সেগুলো চৌগাছা থানায় পৌঁছে দিতে বলা হয়েছে। আর ট্রাকটি থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে বলে জানান তিনি।