default-image

চট্টগ্রামের রাউজানে বাড়ির ছাদে কবুতর ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আহত ইরফানুল হক (১০) নামের এক শিশু মারা গেছে। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ইরফান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়া গ্রামের মুহাম্মদ ওসমানের ছেলে। সে স্থানীয় তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে পড়ত।

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর সিকদার আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ৪ এপ্রিল ইরফান পার্শ্ববর্তী পাকা ঘরের ছাদে উঠে কবুতর ধরতে যায়। এ সময় বাড়ির সঙ্গে লাগোয়া বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়। পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে ও পরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় সে মারা যায়।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন