রাজশাহী বিভাগে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় বিভাগে মাত্র ৩ হাজার ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার ছুটির দিন থাকায় কম নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ২৪ ঘণ্টায় বিভাগে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আগের দিনের তুলনায় পরীক্ষা কমেছে। ৩ হাজার ৬২০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৮৯ জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ১৬ দশমিক ২৭ শতাংশ। আগের দিন বিভাগে এক দিনে সর্বোচ্চ ৪ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২২ দশমিক ৯৯ শতাংশ। অর্থাৎ ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা কমেছে। সঙ্গে শনাক্ত ও শনাক্তের হারও কমেছে।
২৪ ঘণ্টায় শনাক্ত ৫৮৯ জন নিয়ে বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ১৬০-এ। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রাজশাহীতে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২৯, নওগাঁয় ২৪, বগুড়ায় ১৫৬, সিরাজগঞ্জে ৬২ ও পাবনায় ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নাটোর ও জয়পুরহাট জেলায় নমুনা পরীক্ষা হয়নি। তাই কেউ শনাক্তও হয়নি। মোট শনাক্ত রোগীর মধ্যে চলতি মাসের প্রথম ১৭ দিনে হাজার ৪০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে আগের দিন ২৪ ঘণ্টায় মারা যান ৮ জন। নতুন ১৩ মৃত্যু নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৪৬-এ। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে বগুড়ায় ৪ জন। এ ছাড়া সিরাজগঞ্জে ৩ জন, রাজশাহী ও নাটোরে ২ জন এবং নওগাঁ ও পাবনায় করোনায় একজন করে মারা গেছেন।
বিভাগের আট জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৮৭ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী জেলায় ২০৬ জনের। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১২৮ জন, নওগাঁয় ১১২, নাটোরে ৯৪, জয়পুরহাটে ৪৬, সিরাজগঞ্জে ৪২ ও পাবনায় ৩১ জনের মৃত্যু হয়েছে করোনায়।
গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী মারা যান। করোনায় এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে গত বছর বিভাগে মারা যান ৩৬৬ জন। আর এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ৭৮০ জন। এর মধ্যে গেল জুন মাসেই মারা গেছেন ৩২৬ জন। আর চলতি মাসে এ পর্যন্ত মারা গেছেন ২৭৩ জন।
এদিকে রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫২৫ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৫০৩ জন। নতুন ৫২৫ জন নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৪৩৭ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৯ হাজার ৬৫৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হন ২০৬ জন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১৪ হাজার ৬৪০ জন।