করিমগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
কিশোরগঞ্জের করিমগঞ্জে নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সাধেরজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূর নাম রিয়া আক্তার (২০)। তিনি ওই গ্রামের সাকিল মিয়ার স্ত্রী এবং একই গ্রামের লিটন মিয়ার মেয়ে। সাকিল পার্শ্ববর্তী বাজারে সেলুনে কাজ করেন। গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন রিয়া।
রিয়া তাঁর শ্বশুর, শাশুড়ি ও স্বামীর সঙ্গে ওই বাড়িতে থাকেন। ওই বাড়ির লোকজন বলেন, রিয়ার মুঠোফোন ব্যবহার করে সাকিল সব ইন্টারনেট ডেটা শেষ করে ফেলেন। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রিয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ওই গৃহবধূর বাবা বলেন, বছর খানেক আগে সাকিলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। ছোটবেলা থেকেই তাঁর মেয়ে খুব জেদি। তবে তুচ্ছ ঘটনায় মেয়ে এমন কাজ করবেন, সেটা তিনি মেনে নিতে পারছেন না।
এ ঘটনার পর করিমগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান ও করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানতে চাইলে ওসি মো. শামছুল আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, স্বামীর সঙ্গে বাগ্বিতণ্ডার পর অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।